নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষক ইলেকশন মনিটরিং ফোরাম। চেয়ারম্যান প্রফেসর আবেদ আলী জানান, ‘আশঙ্কা ছিল গোলযোগ হতে পারে। কিন্তু সকাল থেকে ৮১টি কেন্দ্র পরিদর্শন করে, আমরা কোনো অভিযোগ পাইনি। কোথাও কোনো গোলযোগ দেখতে পাইনি। সব মিলিয়ে আমাদের মনে হয়েছে ৫৫ থেকে ৬০ শতাংশ ভোটগ্রহণ হতে পারে।’
রবিবার নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার আদর্শ স্কুল কেন্দ্রে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আবেদ আলী জানান, ‘নির্বাচন কমিশনের নিবন্ধিত ওই পর্যবেক্ষক সংস্থায় পর্যবেক্ষক হিসেবে ৬টি সংস্থা কাজ করছে। এর মধ্যে রয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, আসক ফাউন্ডেশন, বিবি আছিয়া ফাউন্ডেশনসহ অন্যান্য সংস্থা।’
সূত্রঃ বিডি প্রতিদিন