বিদায়লগ্নে ভালো একটি ভালো নির্বাচন দেখতে চাই- বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণে এসে তিনি এ কথা বলেন। ভোট কেমন হচ্ছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোট শেষ হওয়ার আগে আমি এ নিয়ে কোনো কথা বলবো না।’
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুল পরিদর্শন করেন ইসি মাহবুব তালুকদার। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখনই এসব নিয়ে কথা বলতে চাই না।’
তিনি আরও বলেন, ‘ভোট যত কাস্ট হবে আমি তত খুশি। বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। সে জন্যই আমি এখানে এসেছি।’
ভালো নির্বাচনের সংজ্ঞা কী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভালো নির্বাচনের সংজ্ঞা আপনারা জানেন।’
নাসিক নির্বাচনের ভোটগ্রহণ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকালে ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যাই বেশি চোখে পড়ছে।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা নৌকা প্রতীকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মধ্যে।
সূত্র: বিডি প্রতিদিন