ভোট দেয়ার জন্য নির্ধারিত গোপন বুথে যাওয়ার কথা শুধু ভোটারদেরই। কিন্তু নারায়ণগঞ্জের নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পুরুষকেন্দ্রে দেখা গেলো একটু ভিন্ন চিত্র। এই কেন্দ্রের ২ নম্বর কক্ষের গোপন বুথে ভোটারের সঙ্গে প্রবেশ করেন একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা।
নিজের ভোট দেয়ার পর সেই গোপন বুথ থেকে একইসঙ্গে বেরিয়ে আসছেন ভোটার ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। উল্লেখিত ঐ কেন্দ্র থেকে এমনই একটি ছবি পাওয়া গিয়েছে বেলা ১২টার দিকে।
সহকারী প্রিজাইডিং কর্মকর্তার গোপন বুথে ঢোকা নিয়ে ঐ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, বিভিন্ন কারণে কিছুটা ধীরগতিতে ভোটগ্রহণ চলছে, তবে যতক্ষণ ভোটার আছে, ততক্ষণ ভোট চলবে। ভোটারদের বোঝানোর জন্য কখনো কখনো গোপন কক্ষেও যেতে হচ্ছে।
এদিকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পরিচয় দেয়া সেই ব্যক্তি বলেন, মানুষ ভোট দিতে পারছে না। দেখিয়ে দিতে হচ্ছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে তাই ভোটগ্রহণ দ্রুত করার জন্য বুথে গিয়েছিলয়াম।
যে কোনো পরিস্থিতিতে ভোটার ব্যতীত অন্য কারো ভোটদানের গোপন বুথে ঢোকা উচিত কি না এমন প্রশ্নের জবাবে ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, মানুষকে সাহায্য করলেও সেটিও দোষ নাকি?
সূত্রঃ বাংলাদেশ জার্নাল