নার্সারি করার স্থান দেখানোর কথা বলে দুই নার্সারি মালিককে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। রংপুর র্যাব অপহরহণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। সেই সাথে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে রংপুর র্যা এ তথ্য জানায়।
র্যাব জানায়, গত ১৪ জানুয়ারি র্যাব জানতে পায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ফুলবাড়ীর চওড়া গ্রামে অপহৃত ভিকটিমসহ একটি সংঘবদ্ধ মুক্তিপণ চক্র অবস্থান করছে। র্যাব অভিযান পরিচলনা করে অপহৃত ভিকটিম ২ জনকে ওই এলাকা থেকে উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে মুক্তিপণ চক্রের সদস্য বাচ্চু চন্দ্র (৫২), স্বপন রায় (২২), এবং মোসা. খাদিজা বেগমকে (৩৭) গ্রেফতার করা হয়।
ভিকটিম খন্দকার শাহাবুল ইসলাম (৫৭) এবং মো. ফারুক হোসেন (৩২) তারা নার্সারি ব্যবসায়ী।
মুক্তিপণ চক্রের মূলহোতা পলাতক আসামি আলমবিদিতর ইউনিয়নের মেম্বার রুহল আমীনের বাড়ি তল্লাশি করে ১টি দেশীয় পিস্তিল, ১ রাউন্ড গুলি , ৩টি তরবারি, ১টি মাইক্রোবাস এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ মুক্তিপণ চক্রের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন রংপুর জেলার গঙ্গাচড়া থানার প্রত্যন্ত এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের মাধ্যমে অপহৃত ভিকটিমদের ছেড়ে দিত।
সূত্রঃ বিডি প্রতিদিন