সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে বিরাট সমস্যায় ভুগছে পাকিস্তান। দেশটির টেলিকমিউনিকেশন অথরিটির প্রতিশ্রুতি সত্ত্বেও এ সমস্যার সমাধান হচ্ছে না। ভারত মহাসাগরে আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবলে (এসএমডব্লিউ৪) ত্রুটির কারণে দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ সময়গুলোতে ইন্টারনেটের গতি খুব কম পেতে পারেন।
এর আগে গত ডিসেম্বরে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিসিএল) ইন্টারনেট সংযোগ অন্য ক্যাবলে স্থানান্তরের সময় একই সমস্যা হয়েছিল। পিটিসিএল এক বিবৃতিতে জানিয়েছিল, ‘বিকল্প ব্যান্ডউইথ’ সরবরাহের সময় ওই সমস্যা হয়েছিল। কিছুদিনের মধ্যে অতিরিক্ত ব্যান্ডউইথ যোগ হবে। এ সময় ইন্টারনেট সংযোগে ‘সামান্য ত্রুটি’ হতে পারে।
অন্যদিকে, পাকিস্তান অপটিক্যাল ফাইবার সাবমেরিন কমিউনিকেশন ক্যাবল সিস্টেম ‘সাউথ ইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ ৪’ এর সঙ্গে যুক্ত হয়েছে। এই সিস্টেমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সুদান, মিশর, ইতালি, তিউনিসিয়া, আলজেরিয়া এবং ফ্রান্সের টেলিকমিউনিকেশন যুক্ত রয়েছে।
সূত্র : এএনআই