গতকাল রোববার খুব সকালে ইরানের পশ্চিমাঞ্চলে বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিসের শব্দ ছিল সেটা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কয়েক মাসে এমন আরও ঘটনা ঘটেছে। এরপরে কর্তৃপক্ষ বলেছে, ইরানের সেনাবাহিনী অঘোষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া দিচ্ছিল। এ নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের উত্তেজনার সৃষ্টি হয়।
আসাদাবাদ শহরের গভর্নর বলেছেন, উদ্ভট শব্দ শোনা গেছে। তবে কি থেকে এই শব্দ সৃষ্টি হয়েছে তা পরিষ্কার নয়।
প্রথমে মনে হয়েছিল এটা বজ্রপাতের শব্দ। কিন্তু আবহাওয়ার যে অবস্থা, তাতে বজ্রপাত হওয়া সম্ভব নয়। কোনো কোনো স্থানে এই শব্দের তীব্রতা এত বেশি ছিল যে, বাড়িঘরের দরজা ও জানালা কাঁপতে থাকে। লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে এই বিস্ফোরণ দেখানো হয়েছে বলে মনে হয়। তাতে মনে হয়, এটি বিমান বিধ্বংসী গোলার শব্দ। কিন্তু এ বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: মানবজমিন