রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পুলিশ কর্মকর্তা মীর আব্দুল হান্নান (৫৮) মারা গেছেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।
নিহত পুলিশ কর্মকর্তার আত্মীয় মো. মোমেন মিয়া আজ সোমবার সংবাদমাধ্যমকে এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। আব্দুল হান্নান আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে রবিবার বিকাল ৩টার দিকে আব্দুল হান্নানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।
আব্দুল হান্নানের আত্মীয় মো. মোমেন মিয়া জানান, আব্দুল হান্নান বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত। রবিবার বসিলা রোড এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন তিনি। সেখান থেকে এক ব্যক্তি তার মোবাইল ফোন দিয়ে আমাদের খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি। এরপর হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরও জানান, তাদের বাড়ি সাতক্ষীরার কলারোয়ার আলাইপুরে। ছুটি নিয়ে গ্রামে যাচ্ছিলেন আব্দুল হান্নান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে জানান, রবিবার বিকাল ৩টার দিকে অচেতন অবস্থায় এক পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সূত্র: বিডি প্রতিদিন