চলন্ত ট্রেনের সামনে ইচ্ছাকৃতভাবে এক নারীকে ধাক্কা দিয়েছে এক ব্যক্তি। সেই ঘটনার হাড়হিম করা ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলেসের রোজিয়ার মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম আরটি ওয়েবসাইটের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তবে শেষ মুহূর্তে ট্রেনটি থেমে যাওয়ায় অল্পের জন্য ওই তরুণী প্রাণে বেঁচে গেছেন।
ওই ঘটনার ভিডিও অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি অস্থিরভাবে প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিলেন। ওই তরুণী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক ট্রেন আসার মুহূর্তে তিনি ওই তরুণীকে রেললাইনের ওপর ধাক্কা দিয়ে ফেলে দেন। ট্রেন চালক দক্ষতার সঙ্গে ট্রেন থামাকে সক্ষম হন। অন্যরা ওই তরুণীকে উদ্ধারে এগিয়ে যান।
ব্রাসেলস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন চালক দারুণ দক্ষতায় ট্রেনটি থামিয়েছেন। তবে ঘটনায় আকস্মিকতায় তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। ওই তরুণীও ভীষণ ভয় পেয়েছেন।
ট্রেন চালক ও ওই তরুণী, দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা শেষে তাদের বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
এদিকে, অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীকে ধাক্কা দিয়েই পালিয়ে যায়। তবে কিছুক্ষণ পরই তাকে আরেকটি মেট্রো স্টেশন থেকে গ্রেফতার করা হয় বলে ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি কী উদ্দেশে ওই তরুণীকে ধাক্কা দিয়েছিলেন তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। তার মানসিক অবস্থা জানার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র: যুগান্তর