এবার নতুন ভূমিকায় দেখা যাবে জাতীয় দলের সাবেক প্রধান কোচ স্টিভ রোডসকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কাজ করতে তিন বছর পর ঢাকায় এসেছেন রোডস।
জাতীয় দলের সাবেক কোচ চান্ডিকা হাথুরুসিংয়ের বিদায়ের পর ২০১৮ সালে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় স্টিভ রোডসকে। তার অধীনে ২০১৯ সালের বিশ্বকাপে অংশ নিয়ে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় বাংলাদেশ। যে কারণে চাকরি যায় ইংলিশ কোচ রোডসের।
আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএল। কুমিল্লার হয়ে কাজ করতে রোববার ঢাকায় এসেছেন স্টিভ রোডস। যদিও কুমিল্লার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে কোন ভূমিকায় রোডস কুমিল্লার সঙ্গে কাজ করবেন তা এখনও নিশ্চিত নয়।
জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানসহ অনেক তারকা ক্রিকেটার স্টিভ রোডসের কোচিংয়ের প্রশংসা করেছেন। তাই এবারের বিপিএলে আলাদা নজর থাকবে ৫৭ বছর বয়সী এই কোচের দিকে।
সূত্র: যুগাস্তর