সংযুক্ত আরব আমিরাতে হামলার ঘটনায় পাল্টা বিমান হামলায় যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ১৪ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলা চালায়। নিহতরা সবাই একই ভবনের বাসিন্দা বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ ঘটনায় তিন ব্যক্তি নিহত হন। নিহতদের দু’জন ভারতীয় এবং অন্যজন পাকিস্তানি নাগরিক। এই হামলার কারণে আজ মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোট বিমান হামলা চালায়।
খবরে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় ১৪ জন নিহত হয়েছেন। সানার অন্যান্য স্থানের মতো সাবেক একজন সামরিক কর্মকর্তার বাড়িতেও হামলার ঘটনা ঘটে।
তবে, রাজধানী সানায় সৌদি জোটের হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন হুথি নিয়ন্ত্রিত সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে হুথিদের পরিচালিত আল মাসিরাহ টিভিতে বলা হয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং প্রায় আরও এক ডজন মানুষ আহত হয়েছেন।
সূত্রঃ বিডি প্রতিদিন