ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ মুম্বাইয়ের অদূরে নৌসেনার ডকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
জানা যায়, নৌসেনার আইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের ভেতরের কোনো কমপার্টম্যান্টে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই জাহাজের অন্য সেনারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিস্ফোরণে জাহাজটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, বিস্ফোরণের ঘটনা তা খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানা গেছে, বেস পোর্টে খুব শিগগিরিই ফেরার কথা ছিল এই যুদ্ধজাহাজের। এই বিস্ফোরণের ঘটনা ঘিরে একটি কোর্ট অফ এনকোয়ারি (তদন্ত) এর নির্দেশ দেওয়া হয়েছে।’
২০২১ সালের নভেম্বর পর্যন্ত উপকূলে টহলদারির কাজে বহাল ছিল আইএনএস রণবীর। যুদ্ধজাহাজটি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি। ১৯৮৬ সালের ২১ এপ্রিল এটি নৌবাহিনীতে প্রথম কমিশন্ডন লাভ করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।