জয়পুরহাট জেলা শহরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ২৫ বছরের যুবকের সঙ্গে বিয়ের রেজিস্ট্রি করার অভিযোগে আব্দুর রউফ চঞ্চল নামে এক কাজী ও তার সহকারী আমিনুল ইসলাম দুলালকে গ্রেফতার করেছে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, ১২ ডিসেম্বর সন্ধ্যায় জয়পুরহাট শহরের একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে জয়পুরহাট শহরের টুকুর মোড় এলাকার বাসিন্দা মোকবুল হোসেনের ছেলে জাহিদ হোসেনের বিয়ের রেজিস্ট্রি করেন আব্দুর রউফ চঞ্চল ও তার সহকারী আমিনুল ইসলাম দুলাল।
বিয়ের পরের দিন ওই ছাত্রী তার স্কুলে গিয়ে প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকারকে জোরপূর্বক তাকে বিয়ে দেওয়ার ঘটনাটি জানায়। পরে আইয়ুব আলী সরকার মঙ্গলবার বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় জাহিদ হোসেন, কাজী আব্দুর রউফ চঞ্চল ও তার সহকারী আমিনুল ইসলাম দুলালসহ ৫ জনকে আসামি করে মামলা করেন।
মামলার অপর আসামিরা হলেন- ওই স্কুলছাত্রীর খালা আমেনা বেগম ও নানা মজিবর রহমান ভাদু। এরপর ওইদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে কাজী আব্দুর রউফ চঞ্চল ও তার সহাকারী আমিনুল ইসলাম দুলালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সূত্র: যুগান্তর