নতুন কতগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠায় ইরান ও রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন তথ্য দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, রাশিয়ার মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে এক আলোচনা বৈঠকে তিনি এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণের বিষয়ে আলোচনা করেছেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ইস্যুতে হওয়া এ আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। এ আলোচনার মাধ্যমে দু’দেশের নেতারা সাম্প্রতিক সময়ে হওয়া চুক্তির আলোকে পারস্পরিক ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ককে আরো এগিয়ে নিতে একমত হয়েছেন। এ সময় দু’দেশের জনগণের কল্যাণ ও ঘনিষ্ঠ কূটনীতিক সম্পর্কের বিষয়েও আলোচনা হয়েছে।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন করে দু’দেশের ( ইরান ও রাশিয়া) মধ্যে চমৎকার সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রাশিয়া সফর উপলক্ষে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠক করেন।
ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ার সাহায্যে। ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর শহরে এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। পরে ২০১৪ সালে ইরানে আরো দু’পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হয়।
সূত্র : ইয়েনি শাফাক