আট ঘণ্টা আলোচনার পর বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। প্যারিসে ওই আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় যুক্ত ছিল ফ্রান্স এবং জার্মানিও। যুদ্ধবিরতির প্রস্তাবের প্রশংসা করে এক ফরাসি কূটনীতিক বলেছেন, এটা সবুজ সঙ্কেত।
আট ঘণ্টার ওই আলোচনা কঠিন ছিল বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিনিধি। দুই সপ্তাহ পর জার্মানির বার্লিনে আবারও আলোচনায় বসবে দুই দেশ।
যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর দাবি, ইউক্রেনে হামলা চালাতে চায় রাশিয়া। তবে রাশিয়া বারবার এমন অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার দাবি, পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতির কারণে তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
ইউক্রেনের পূর্ব সীমান্তে সেনা সমাবেশ করেছিল রাশিয়া। এতে ইউক্রেন ও তার মিত্রদেশগুলো সম্ভাব্য হামলার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। ইউক্রেনকে সহযোগিতার জন্য অস্ত্রসস্ত্রও পাঠিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মিত্রদেশ।
সূত্র : মস্কো টাইমস