মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ কর্মকর্তার মোবাইল ফোন বার বার হ্যাক করার অভিযোগ উঠেছে। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাসের সাহায্যে লামা ফকিহ নামের ওই কর্মকর্তার ফোন হ্যাক করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ বিষয়টি নিশ্চিত করেছে।
মার্কিন লেবানিজ নাগরিক লামা হিউম্যান রাইটস ওয়াচের সংকট এবং সংঘাত বিষয়ক বিভাগের পরিচালক। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, লামা ফকিহকে ২০২১ সালের ২৪ নভেম্বর ফোন হ্যাকিংয়ের বিষয়ে সতর্ক করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।
হিউম্যান রাইটস ওয়াচের সিকিউরিটি টিম বিষয়টি নিয়ে তদন্ত করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাবে বিষয়টি যাচাই করে সত্যতা পাওয়া যায়।
লামা ফকিহ ২০২০ সালের আগস্টে লেবাননের বৈরুতে বিস্ফোরণ নিয়ে তদন্ত করছিলেন। তদন্তের সময় তার ফোন হ্যাকিংয়ের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে নিহত হন ২০০ মানুষ।
সূত্র : গার্ডিয়ান