আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সংসদের বাইরে যারা নির্বাচন কমিশন আইন তৈরি নিয়ে এতদিন কথা বলেছেন; আমি সংসদ সদস্যদের কথা বলছি না; এ ইস্যুতে একটা আন্দোলন তারা তৈরি করতে চেয়েছিলেন। যখন আইন তৈরি হয়ে গেলো, এখন আর আন্দোলনের মসলা নেই, তাই বলছে তড়িঘড়ি কেন করছেন?’
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে নির্বাচন কমিশন আইন নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রস্তাবিত নির্বাচন কমিশন আইনের সঙ্গে সরকার প্রস্তাবিত নির্বাচন কমিশন আইনের মিল ও অমিল নিয়ে কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকার প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সার্চ কমিটিকে কাজ করতে হবে। নির্বাচন কমিশনের যোগ্যতা কেমন হবে সে বিষয়ে আইনে নির্দেশনা আছে। সে নির্দেশনা সামনে রেখে সার্চ কমিটিকে কাজ করতে হবে।’
সূত্রঃ বিডি প্রতিদিন