তত্ত্বাবধায়ক সরকারের ডিমান্ড এখন অনেক বেশি বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ‘দেশে জাতীয় নির্বাচন থেকে ইউপি নির্বাচন পর্যন্ত সব নির্বাচন কারচুপির মহোৎসবে পরিণত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি ১৯৯৬ সালে যেমন ছিল তার চেয়ে এর ডিমান্ড এখন অনেক বেশি। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা আরও বলেন, ‘মাগুরা উপনির্বাচনে অনিয়মের অভিযোগের পর তত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলন হয়েছিল তার চেয়ে আরও অনেক বড় আন্দোলন এখন দরকার হয়েছে পড়েছে। তত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় দেশে।’
এর আগে, নির্বাচন কমিশন গঠন আইনের বিল পাসের জন্য সংসদে প্রস্তাব আনেন আইনমন্ত্রী আনিসুল হক। সেই বিলের ওপর আলোচনায় বিএনপির এই সংসদ সদস্য এসব কথা বলেন। রুমিন ফারহানা আরও বলেন, আইনমন্ত্রীর প্রতিটি কথার জবাব দেওয়া যায়। ‘কিন্তু তার তুলনায় আমার সময় ২০ ভাগের মাত্র একভাগ। তাই তার সব কথার জবাব দেওয়া সম্ভব নয়।’
সূত্রঃ বিডি-প্রতিদিন