টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। জায়েদের কাছে ১১ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ।
এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন।
শনিবার ভোর পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ফল ঘোষণা করেন। এবার ভোট দিয়েছেন ৩৬৫ জন শিল্পী।
২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল মিশা-জায়েদ এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।
এক নজরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০২২ :
সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)
সহ সভাপতি- মাসুম পারভেজ রুবেল (১১৯)
সহ-সভাপতি- মনোয়ার হোসেন ডিপজল (২১৯)
সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৭৬)
সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)
সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)
দপ্তর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- মামনুন ইমন (২০৩)
কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)
কার্যনির্বাহী সদস্য:
অঞ্জনা সুলতানা (২২৫)
অরুণা বিশ্বাস (১৯২)
অমিত হাসান (২২৭)
আলীরাজ (২০৩)
কেয়া (২১২)
চুন্নু (২২০)
জেসমিন (২০৮)
ফেরদৌস (২৪০)
মৌসুমী (২২৫)
রোজিনা (১৮৫)
সুচরিতা (২০১)
সূত্রঃ বিডি-প্রতিদিন