ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। ইউক্রেন উত্তেজনার মধ্যেই তাদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ খবর জানিয়েছে।
গতকাল শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধ ইইউ সদস্য রাষ্ট্রের প্রতিনিধি ও প্রতিষ্ঠানের তালিকা বর্ধিত করা হয়েছে। ইইউর নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে এই তালিকায় নতুন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করেছে মস্কো।
রুশ নিষেধাজ্ঞায় রয়েছে- কয়েকটি বেসরকারি ইউরোপীয় সামরিক সংস্থা, গোয়েন্দা সংস্থার সদস্য, ইইউ আইনপ্রণেতা এবং যারা ব্যক্তিগতভাবে রাশিয়াবিরোধী নীতির জন্য দায়ী। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা বা তাদের নাম প্রকাশ করেনি।
সূত্র: আমাদের সময়.কম