রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়াকে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট ব্যবহার করতে না দেওয়ার অর্থ হবে মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্ক ছিন্ন করা। ইউক্রেনকে কেন্দ্র করে যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন ল্যাভরভ এ বক্তব্য দিলেন।
তিনি শনিবার মস্কোয় এক বক্তব্যে পাশ্চাত্যের সঙ্গে উত্তেজনা প্রসঙ্গে বলেন, যেকোনো পরিস্থিতির জন্য মস্কো নিজেকে প্রস্তুত রেখেছে। ল্যাভরভ বলেন, রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি রাশিয়ার জন্য সুইফট বন্ধ করে দেওয়ার অর্থ হবে সম্পর্ক ছিন্ন করা, যা কারো স্বার্থ রক্ষা করবে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ব্যক্তি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর জবাবে একদিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পাশ্চাত্য নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে।
সম্প্রতি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায় মস্কো এবং এজন্য ইউক্রেন সীমান্ত প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কো কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেনে হামলার অজুহাত তুলে দেশটিতে সমরাস্ত্রের ঢল নামিয়েছে পাশ্চাত্য। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।
সূত্র : পার্সটুডে