চুয়াডাঙ্গায় আবার বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৩৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাত হাজার ৩০৬ জনে।
রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৩৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে নতুন ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ৩০৬ জনে দাঁড়াল। গেল ২৪ ঘণ্টায় কেউ সুস্থতার সনদ পাননি। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ১৩ জন। নতুন যে ৫১ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ৩০, দামুড়হুদা উপজেলার সাত এবং জীবননগরের ১৪ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যু নেই বললেই চলে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ১৩ রোগী ভর্তি আছেন।
জানা যায়, জেলায় এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২০৯ জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় মারা গেছেন ১৮৯ জন এবং জেলার বাইরে ২০ জন। সংক্রমণ বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা তেমন চোখে পড়ছে না।
সূত্র: নয়াদিগন্ত