ব্যান্ড পার্টির তালে তালে আর মাইকিং করে কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর তিন নং ওয়ার্ডে চলে এমন কার্যক্রম। ঢোল-তবলা বাজানো শুরু হলে শিশু-কিশোররা দৌড়ে নিচে নেমে আসে। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ব্যান্ড পার্টির পেছনে পেছনে ছুটতে থাকে তারা। উৎসুক জনতা ভবনের জানালা দিয়ে বাইরের এমন দৃশ্য উপভোগ করেন। সন্ধ্যা পর্যন্ত চলে এমন কার্যক্রম।
জানা যায়, চলতি বছরের জুন পর্যন্ত প্রতিসপ্তাহে অন্তত একদিন এমনভাবে ঢোল-তবলা বাজিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ করা হবে। ক্রমান্বয়ে ২৭টি ওয়ার্ডে চলবে পরিচ্ছন্নতা অভিযান।
নগরীর রেসকোর্স এলাকার বাসিন্দা আবদুল মান্নান জানান, বাদ্যযন্ত্রের শব্দ শুনে বাসা থেকে নিচে নেমে আসি। নগরবাসীকে সচেতন করার এমন প্রচারণা ব্যতিক্রম।
সিটি মেয়র মনিরুল হক সাক্কু জানান, আমরা গত ২২ জানুয়ারি থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করি। অন্যান্য বছর আরও আগে শুরু করি। করোনা ও লোকবলের সংকটের কারণে এবার কিছুটা দেরি হয়েছে।
ব্যান্ড পার্টি সংযোজনের বিষয়ে তিনি বলেন, এটা করার উদ্দেশ্য হলো মানুষের ভিতরে সচেতনতাবোধ সৃষ্টি করা।
সূত্রঃ বিডি প্রতিদিন