ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ডিসেম্বর ২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮টি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে মিরপুর বিভাগ ও শ্রেষ্ঠ থানা হয়েছে পল্লবী থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহ কামাল। পুলিশ পরিদর্শকদের (অপারেশনস্) মধ্যে প্রথম হয়েছেন ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস্) রবিউল ইসলাম। পুলিশ পরিদর্শক তদন্তদের মধ্যে প্রথম হয়েছেন ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন যৌথভাবে পল্লবী থানার এসআই মো. জহির উদ্দীন আহম্মেদ ও চকবাজার মডেল থানার এসআই মো. মামুন হোসেন। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হয়েছেন চকবাজার মডেল থানার এসআই মো. মামুন হোসেন। শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন যৌথভাবে পল্লবী থানার এএসআই হরিদাস রায় ও খিলক্ষেত থানার এএসআই মো. ওয়াসিম উদ্দীন। বিস্ফোরক উদ্ধার করে প্রথম হয়েছেন পল্লবী থানার এসআই মো. জহির উদ্দীন আহম্মেদ। মাদক উদ্ধার করে শ্রেষ্ঠ হয়েছেন বিমানবন্দর থানার এএসআই মো. মিকাইল মোল্লা এবং চোরাই গাড়ি উদ্ধার করে প্রথম হয়েছেন শেরেবাংলা নগর থানার এসআই মো. সুজানুর ইসলাম।
৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে গোয়েন্দা লালবাগ বিভাগ ও গোয়েন্দা গুলশান বিভাগ। আর শ্রেষ্ঠ টিম লিডার গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব। চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার হয়েছে যৌথভাবে গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হক ও গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়িচুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস।
অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার হলেন গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব। মাদকদ্র্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ।
৮টি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন কোতয়ালী ট্রাফিক জোনের বিমান কুমার দাস। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর শাহবাগ ট্রাফিক জোন শহীদ হাসান। শ্রেষ্ঠ সার্জেন্ট হয়েছেন যৌথভাবে মো. দেলোয়ার হোসেন, দারুসসালাম ট্রাফিক জোন ও ধানমন্ডি ট্রাফিক জোনের মো. রেজাউল হক। এছাড়াও ডিএমপির মিডিয়া এন্ড পিআর বিভাগসহ ১১ টি বিভিন্ন বিভাগ ও বিভিন্ন পদ মর্যাদার ১০৮ জন অফিসার এবং ফোর্সকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্রঃ বাংলাদেশ জার্নাল