বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আজকে দেশের উন্নয়নের দিকে অগ্রযাত্রা বিএনপি’র ভালো লাগেনা। তারা যখন রাস্তা দিয়ে যায় তখন চারপাশে দেখে উন্নয়ন, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যখন যায় তখন দেখে চার লেনের রাস্তা, ফ্লাইওভার -এগুলো ওদের ভালো লাগেনা। ওদের কষ্ট লাগে। দেশের সব মানুষের ভালো লাগে, ওদের লাগেনা। কারণ ওদের ‘ভালো না লাগার’ রোগে পেয়েছে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত হল সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পদ্মা সেতু মেট্রো রেলসহ আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া দেশের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিদেশ থেকে কেউ এখন দেশে আসলে দ্বন্দ্বে পড়ে যান, তিনি কি বাংলাদেশে এসেছেন না সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উন্নত রাষ্ট্রে এসেছেন। কিন্তু কারো কারো সেটি ভালো লাগে না। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল ও দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তাদেরই কেবল দেশের উন্নয়ন ভালো লাগেনা।
তিনি বলেন, সামনে ভোট আসছে। আগেও জনগণ এই ওষুধ ব্যাবহার করে তাদের প্রত্যাখ্যান করেছে, ঠিক একইভানে সামনের নির্বাচনেও জনগণ সেই ওষুধ ব্যবহার করে তাদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সম্মেলনে বক্তব্য রাখেন।
সূত্রঃ মানবজমিন