গত বছরের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে বন্ধ থাকা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিচ্ছে তালেবান সরকার।
এনডিটিভি অনলাইনের খবরে সোমবার বলা হয়, আগামী মাস (ফেব্রুয়ারি) থেকে এসব বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলে দেশটি শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
তবে নারী শিক্ষার্থীরা তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারবেন কিনা তা তালেবান সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি।
আফগানিস্তানের শিক্ষামন্ত্রী শেখ আব্দুল বাকি হাক্কানি কাবুলে এসব সংবাদ সম্মেলনে রোববার বলেন, আফগানিস্তানে এখন শীতকাল এবং দেশটির অধিকাংশ এলাকায়ই শীতের প্রকোপ তীব্র।
তিনি জানান, যেসব এলাকায় ঠাণ্ডা অপেক্ষাকৃত কম, সেসব এলাকায় আগামী ২ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলে দেয়া হবে। আর অপেক্ষাকৃত ঠাণ্ডা এলাকায় বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
তবে সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মন্ত্রী মেয়ে শিক্ষার্থীদের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাই এটা এখনও পরিষ্কার নয় যে, বিশ্ববিদ্যালয় খুললে মেয়েরা লেখাপড়ায় অংশ নিতে পারবে কিনা।
এখন পর্যন্ত আফগানিস্তানে যেসব মাধ্যমিক স্কুল খুলে দেয়া হয়েছে, সেগুলোতে কেবল ছেলে শিশুরাই পড়ালেখার সুযোগ পাচ্ছে।
বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হলেও সেখানে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন দেখা যায়নি।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল