গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে স্কুলছাত্র রিসান হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব। রোববার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার রানীগঞ্জের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে রংপুর র্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা।
আটকরা হলো- নিহত রিসানের বন্ধু উপজেলার রানীগঞ্জের দক্ষিণ দেবীপুর গ্রামের বেলাল উদ্দীনের ছেলে স্বাধীন (২০) একই গ্রামের উজির উদ্দীনের ছেলে পরশ (১৪) এবং কশিগাড়ী গ্রামের রউফ উদ্দীনের ছেলে আল আমিন (১৭)।
আজ সোমবার (৩১ জানুয়ারি) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব।
তিনি জানান, র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা উপজেলার রানীগঞ্জ এলাকা থেকে তিনজনকে আটক করেছে। আটকরা বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই তিন কিশোর ঘটনার রাতে রিসানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আরও কি কারণে তাকে হত্যা করা হয়েছে, বিস্তারিত জিজ্ঞাসাবাদে তা জানা যাবে।
এর আগে শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার রানীগঞ্জ বাজারের গোহাটির পেছনে একটি হোটেলের ভেতর থেকে রিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রিসান উপজেলার কশিগাড়ী গ্রামের লিটন ম-লের ছেলে। শুক্রবার (২৮ জানুয়ারি) রাত থেকে ছেলেটি নিখোঁজ ছিল। সে রানীগঞ্জ হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান,সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার রানীগঞ্জে গরু-ছাগলের হাট বসে। আর এই দুইদিন পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার এক ব্যবসায়ী জায়গা ভাড়া নিয়ে সেখানে টিনের চালাযুক্ত একটি খাবারের হোটেল করেন। শনিবার সকালে স্থানীয়রা হোটেলটিতে হাত-পা ও গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত রিসান ওই হোটেলেই হাটের দিন হোটেলবয় হিসেবে কাজ করতেন।
ঘোড়াঘাটে স্কুলছাত্র রিসান হত্যার ঘটনায় তিন বন্ধু আটক
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন: