চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৬৫টি। এর মধ্যে ৪৫টি ঘটনাতেই ধর্ষণের শিকার শিশু ও কিশোরী। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ঘটেছে ১২টি, হত্যার ঘটনা ঘটেছে তিনটি। এ ছাড়া ছয় প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে মোট ৩২৫টি। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানুয়ারি মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার এ চিত্র তুলে ধরেছে।
এমএসএফের প্রতিবেদন বলছে, ধর্ষণচেষ্টার শিকারের মধ্যেও রয়েছে ১৩ জন শিশু-কিশোরী। অন্যদিকে যৌন হয়রানির শিকার যারা, তাদের মধ্যে শিশু-কিশোর পাঁচজন, নারী ছয়জন।
জানুয়ারিতে শারীরিক নির্যাতনের ৩৯টি ঘটনায় ১২ জনই শিশু-কিশোরী। এ সময়ে ১৭ জন কিশোরীসহ মোট ৬২ জন নারী আত্মহত্যা করেছেন। এ মাসে অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছেন দুজন নারী। অপহরণের শিকার হয়েছে ১০ কিশোরী। অন্যদিকে একজন নারী ও ১১ জন শিশু-কিশোরী নিখোঁজ হয়েছে এ মাসে। এ ছাড়া জানুয়ারি মাসে ১২ জনের অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৮৬ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকান্ডের শিকার হয়েছেন। এর মধ্যে শিশু-কিশোরী ১৩ জন। গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্যের বরাতে এমএসএফ বলছে, প্রতিশোধ, পারিবারিক বিরোধ, যৌতুক ও প্রেমঘটিত বিষয়ের কারণে এ হত্যাকান্ডগুলো সংঘটিত হয়েছে।
এ ছাড়া জানুয়ারি মাসে ছয়টি মৃত ও পাঁচটি জীবিত নবজাতক বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এমএসএফ বলছে, এ শিশুদের কী কারণে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বের করার চেষ্টা করছে না।
সুত্রঃ বিডি প্রতিদিন