প্যারাগুয়েকে গোলের বন্যায় ভাসাল ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল ৪-০ গোলে জিতেছে। নেইমার না থাকলেও বিপুলভাবে জয় পেতে কোনো অসুবিধা হয়নি তাদের। সেইসাথে আগের ম্যাচে জয় না পাওয়ার বঞ্চনা ভালোমতোই উসুল করে দিয়েছে তিতের বাহিনী।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয় চমৎকার গোল চারটি করেন রাফিয়ান, ফিলিপে কৌতিনিয়ো আন্তোনি ও রদ্রিগোর।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানিয়েছে ব্রাজিল। তবে কাঙ্ক্ষিত গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেকটা সময়। অবশেষে ২৮ তম মিনিটে দলকে এগিয়ে নেন রাফিনহা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর পর ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কৌতিনহো। ৬৮ মিনিটের মাথায় তার চোখজুড়ানো শটে গ্যালারি প্রকম্পিত হয় যেন।
এদিন ব্রাজিল যেন গোল উৎসবে মাতে। ৮৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন অতিরিক্ত সময়ে খেলতে অ্যান্টনি। এছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে এক হালি পূর্ণ করেন রদ্রিগো।
সূত্র: নয়াদিগন্ত