এস,এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলতি আমন মৌসুমে সরকারিভাবে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। জানা যায়, চলতি আমন মৌসুমে চাষিদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের সিদ্ধান্ত নেয়। এতে করে বরাদ্দ মেলে ১৭৯৫ মেট্রিক টন। সুন্দরগঞ্জ উপজেলা ধান ক্রয় কমিটি লটারীর মাধ্যমে ১৭৯৫ জন চাষির নাম নিশ্চিত করেন। প্রতি কেজি ২৭ টাকা দরে ধান ক্রয় শুরু করা হয় ২০২১ সালের ২৪ নভেম্বর। দীর্ঘ ৩ মাস পেড়িয়ে গেলেও ধান সংগ্রহ হয়েছে মাত্র ৭৯৯ মেট্রিক টন। সরকারের নিকট ধান বিক্রয়ে চাষিদের আগ্রহ না থাকায় আগামী ২৮ ফেব্রুয়ারী ধান ক্রয়ের সময় সীমায় সংগ্রহ অভিযান ব্যর্থ হতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাবিবুর রহমান বলেন, সাধারণ বাজার মূল্য ও সরকারের বেধে দেয়া বাজার মূল্য প্রায় এক হওয়ায় চাষিরা গোডাউনে ধান দিতে অনিহা প্রকাশ করায় সংগ্রহ অভিযানে স্থবিরতা দেখা দিয়েছে। এ ছাড়াও ধান গোডাউন জাত করার ক্ষেত্রে যে সকল নিয়মনীতি অনুসরণ করতে হয় চাষিরা তা ঝামেলা মনে করায় ধান ক্রয়ের ক্ষেত্রে অন্তরায় হচ্ছে।