ওমিক্রন আতঙ্ক কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে ভারত। গত কয়েক দিন ধরেই দৈনিক সংক্রমণ নিম্নমুখী। ফলে তৃতীয় ঢেউয়ে নিয়ে ধীরে ধীরে কাটছে দুশ্চিন্তা। খুলছে স্কুল-কলেজ। যদিও বিভিন্ন রাজ্যের মৃত্যুহার এখনো মাথাব্যথার কারণ হয়ে রয়েছে।
সোমবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১১৩ জন। যা গতকালের তুলনায় প্রায় ১০ হাজার কম। স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ কেসও।
বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৮৮২। ১.১২ শতাংশে নেমে এসেছে অ্যাকটিভ কেস। এই মুহূর্তে ভারতে করোনা পজিটিভিটি রেট ৩.১৯ শতাংশ। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ।
আজ থেকে ভারতের রাজধানী দিল্লিতে খুলে যাচ্ছে নার্সারি স্কুলও। প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারাও এবার স্কুলে গিয়ে পঠন-পাঠন করবে।
সংক্রমণ কমলেও চিন্তায় রাখছিল দেশের মৃত্যুহার। তবে গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। ভারতে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৪৬ জন। যা গতকালের তুলনায় অনেকটা কম। দেশে এখনো পর্যন্ত কোভিডের মৃত্যু ৫ লাখ ৯ হাজার ১১ জন।
তবে উদ্বেগের মাঝেও আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত দেশে ৪ কোটি ১৬ লাখ ৭৭ হাজার ৬৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯১ হাজার ৯৩০ জন। সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য জানাচ্ছে, এখনো পর্যন্ত দেশে প্রায় ১৭২.৯৫ কোটির বেশি ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১১ লাখের বেশি। তবে টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১০ লাখ ৬৭ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
সূত্র: নয়াদিগন্ত