ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান সরাসরি জড়িত বলে দাবি করেছেন দেশটির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলো৷ গত সোমবার এই দাবি করেন তিনি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৯ সালে পুলওয়ামার ওই আত্মঘাতী জঙ্গি হামলার সময় অবসরপ্রাপ্ত লেফটেন্য়ান্ট জেনারেল কেজেএস ধিলো জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ১৫ কর্পসের দায়িত্বে ছিলেন। ধিলো জানিয়েছেন, তদন্তের সময় ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো যে প্রমাণ, নথি ও অস্ত্র উদ্ধার করেছে; তার থেকেই প্রমাণ মেলে যে ওই হামলায় পাকিস্তান সরাসরি যুক্ত ছিল।
তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জেইএম) পাকিস্তানে বসে এই হামলা চালায়, যাতে অর্থসহ সব ধরনের সহায়তা করেছে পাকিস্তান৷
ধিলো আরও জানিয়েছেন, হামলার একশো ঘণ্টার মধ্যেই হামলায় অংশ নেওয়া জঙ্গিদের হত্যা করা হয়৷ কামরান নামের পাকিস্তানি এক নাগরিক ওই দলটির নেতৃত্বে ছিলেন। কমান্ডো অভিযানে তার মৃত্যু হলে জেইএম-এর বাকি সদস্যরা ভয়ে কেউ নেতৃত্ব নিতে চায়নি৷ পাকিস্তান থেকে নির্দেশ আসার পরও তারা রাজি হয়নি৷
ওই কর্মকর্তা আরও দাবি করেন, পাকিস্তানি সেনা, আইএসআই ও জঙ্গি গোষ্ঠীগুলো এক হয়ে হামলাটি পরিচালিত করে৷ কারণ পাকিস্তান সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত না থাকলে কেউ নিয়ন্ত্রণ রেখা পার করে আসতে পারতো না৷ পাকিস্তানের ওই নাগরিককে সেনাবাহিনী-ই এনেছিল বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, ভারতের দাবি, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির ওই হামলায় আদিল আহমেদ দার নামের এক জেইএম জঙ্গি সিআরপিএফ কনভয়ে ঢুকে পড়েন। তিনি সেখানে আত্মঘাতী হামলা চালিয়ে ভারতের ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যা করেন৷ তবে বরাবরই ভারতের এই দাবিকে প্রত্যাখ্যান করে আসছে পাকিস্তান।
সূত্র: আমাদের সময়.কম