আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলেকে। গত ১৩ ফেব্রুয়ারি কেমো দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পেলেকে। কয়েকদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। মূত্রনালীতে সংক্রমণ পাওয়ার কারণে আরো কিছু দিন হাসপাতালে রাখা হবে এই কিংবদন্তিকে।
ব্রাজিলের সাও পাওলো হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে থাকার সময় কিছু পরীক্ষা করা হয় পেলের। সেই সময় তাঁর মূত্রনালীতে সংক্রমণ দেখতে পাওয়া যায়। তাই আরও কিছু দিন হাসপাতালে রাখা হবে তাকে। তবে অন্য কোনো সমস্যা নেই বলেই জানিয়েছে হাসপাতাল সূত্র। ফলে কিছুদিন পর হাসপাতাল ছাড়তে পারবেন পেলে।
গত কয়েক বছর ধরে পেলে একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। এজন্য এখন আর জনসমক্ষে আসেন না তিনটি বিশ্বকাপ জেতা এই ফুটবলার। তার কোমরে অস্ত্রোপচার হয়েছে। এর ফলে হাঁটার সমস্যাও তৈরি হয়েছে ৮১ বছর বয়সী এই মহানায়কের।
সূত্র: বিডি প্রতিদিন