বিশ্বজমিন (১ ঘন্টা আগে) ফেব্রুয়ারি ২৩, ২০২২, বুধবার, ১১:০৯ পূর্বাহ্ন | সর্বশেষ আপডেট: ১১:১১ পূর্বাহ্ন
বাংলাদেশে চলছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ছয় দিনের ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২২’ যৌথ মহড়া। মহড়ার জন্য জাপানের ইয়োকোটা ঘাটি থেকে মার্কিন বিমান বাহিনীর এক জোড়া সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান উড়িয়ে আনা হয়েছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স বা পিএসিএএফের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, এর মাধ্যমে স্বল্প উচ্চতায় বিমান পরিচালনা এবং কৌশলগত এয়ারড্রপ প্রশিক্ষণ নেয়া হবে। দুই বাহিনীর একসঙ্গে কাজ করার সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নই হচ্ছে এই মহড়ার আসল উদ্দেশ্য।
মার্কিন সামরিক বিষয়ক গণমাধ্যম স্টার্স এন্ড স্ট্রাইপস জানিয়েছে, এই মহড়ায় ৭৭ মার্কিন এয়ারফোর্স সদস্য যোগ দিয়েছেন। জাপানের ইয়োকোটায় অবস্থিত মার্কিন ঘাটিতে মোতায়েন ছিলেন তারা। ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২২’ মহড়া শুরু হয়েছে গত রোববার, যা চলবে শুক্রবার পর্যন্ত। পিএসিএএফের বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর ৩০০ সদস্য এবং দুটি সি-১৩০জে বিমান এই মহড়ায় অংশ নেয়। এতে বিমানগুলো ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্ট থেকে গিয়ে সিলেটের নির্দিষ্ট এলাকায় অপারেশন পরিচালনা করছে।
স্কোয়াড্রনের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল কিরা কফি বলেন, যুক্তরাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগীদের মধ্যে অন্যতম বাংলাদেশ বিমান বাহিনী। এই মহড়ার মধ্য দিয়ে আমরা নিজেদের মধ্যে অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে পারবো। এতে কৌশলগত এয়ারলিফট প্রশিক্ষণ নেয়া হবে এবং দুই পক্ষের মধ্যে বিশেষজ্ঞ বিনিময় হবে। তিনি আরও বলেন, স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক নিশ্চিতে যে আঞ্চলিক স্থিতিশীলতা প্রয়োজন তার জন্য এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মহড়ায় অংশ নেয়া এক স্কোয়াড্রন সদস্য ক্যাপ্টেন ম্যাডেলিন অ্যাটকিনসন জানান, গত শুক্রবার বাংলাদেশে পৌঁছানোর আগ পর্যন্ত তিনি এ দেশ সম্পর্কে তেমন কিছুই জানতেন না। তিনি বলেন, এর আগে এমন কোনো প্রশিক্ষণ আমি নেইনি। এখন পর্যন্ত সবকিছু ছিল অসাধারণ। রিপোর্টে জানানো হয়েছে, বাংলাদেশ নতুন যে সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান কিনেছে তা পরিচালনায় দক্ষতা অর্জন করতে সাহায্য করছে মার্কিন বিমান বাহিনীর সদস্যরা। মহড়ার অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা মার্কিন বিমান পরিচালনা করছে এবং সেনারা প্যারাশ্যুট জাম্পিং প্রশিক্ষণ নিচ্ছেন।
এই মহড়া নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের প্রফেসর ইয়ান চং বলেন, চীনের সঙ্গে প্রতিযোগীতা ছাড়াও এ অঞ্চলে বন্ধুর সংখ্যা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হচ্ছে। অন্য অনেক দেশের মতো বাংলাদেশও এমন একটি দেশ যে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গেই ভাল সম্পর্ক রাখতে চায়। স্টার এন্ড স্ট্রাইপসের রিপোর্টে বলা হয়, এর আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া করলেও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট গভীর। বাংলাদেশ চীনের বেল্ট এন্ড রোড প্রকল্পে যুক্ত হয়েছে।
সূত্র: মানবজমিন