খেলা ১ মার্চ ২০২২, মঙ্গলবার
নানা কারণে দেশের হয়ে অনেক সিরিজেই খেলতে চান না সাকিব আল হাসান। তবে বিশ্বজুড়ে কোনো ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট তিনি মিস করেন না। সবকিছু ঠিক থাকলে তিনি এবারো ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট- আইপিএলে খেলতে যেতেন। ভারতের এই টুর্নামেন্টে এবার তিনি কোনো দল পাননি। অন্যভাবে বললে, আসরটির কোনো দলই এবার তাকে নেয়নি। তারই আগে অবশ্য সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে ৬ মাসের জন্য দেশের সব টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন। কিন্তু আইপিএলে দল না পাওয়াতে বদলে গেছে পরিস্থিতি। জানা গেছে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন সাকিব।
তবে তার আগে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে তিনি হয়তো খেলবেন না। তবে তিনি কী করবে সেই সিদ্ধান্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর জানাবেন। তার আগে সাকিবকে সামনের টেস্ট সিরিজগুলোতে খেলাতে বিসিবি কোনো উদ্যোগ নেবে কিনা সে নিয়ে প্রশ্নের শেষ নেই। তবে বিসিবির পক্ষ থেকে ষ্পষ্ট করেই জানানো হয়েছে যে ক্রিকেটার যেহেতু বিসিবিতে চারকরি কওে না তাই তাদের খেলানোর বিষয়ে জোরও তারা করবে না। এ বিষয়ে গতকাল চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এমনই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা তো ওইরকম অরগানাইজেশন না। আমরা তাদের এমপ্লয়ি হিসেবে কনসিডার করছি না। তারাও ক্রিকেটের স্টেকহোল্ডার, তারা কন্ট্রাক্টচুয়ালি বাইন্ডেড থাকে কিন্তু কারো সমস্যা থাকলে বলতেও পারে।’
জালাল ইউনুসের বক্তব্যে ষ্পষ্ট যে সাকিবকে বিসিবি খেলার জন্য চাপ প্রয়োগ করবে না। দেশসেরা এই অলরাউন্ডার যা সিদ্ধান্ত নেবেন বিসিবি তাতে দ্বিমত করবে না। তাই তার সিদ্ধান্তের অপেক্ষা করছে দেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থাটি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘সে (সাকিব) যদি মনে করে যে এই বছর খেলবো আগামী বছর খেলবো না, এই কটা টেস্ট খেলবো এটা বলতে পারে, এই স্বাধীনতা একটা ক্রিকেটারের থাকতে পারে। তো দেখা যাক সে কী বলে, আমরা দেখবো। ওভারঅল ভাবনা ওর নিয়েই
কথা হবে, এটলিস্ট এক বছরের পরিকল্পনাটা জানতে চাই।’ অবশ্য এরই মধ্যে সাকিবের সঙ্গে কথাও হয়েছে বিসিবির। এখন শুধু তার সিদ্ধান্ত জানার অপেক্ষায় তারা। জালাল ইউনুস বলেন, ‘সাকিব একটা চিঠি দিয়েছিল যে ৬ মাসের জন্য খেলবে না। টেস্ট থেকে অব্যাহতি চেয়েছে। কিন্তু সেটা আইপিএল অকশনের আগে। এরপরে আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছিল যে সে শ্রীলঙ্কা সিরিজে খেলবে, দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলার কথা ছিল না। তো এটা ছিল সিচুয়েশন। এরপরে এখন আইপিএলে যেহেতু যাচ্ছে না তো সিনারিও
চেঞ্জ হয়েছে, সে বলেছে কালকে বা এই সিরিজের পরই এখানকার ওডিআই সিরিজের পরই আেমাদেও সভাপতির সঙ্গে বসবে, কথা বলবে তো আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
তবে বিসিবির প্রত্যাশা সাকিব আল হাসান খেলুক দেশের হয়ে। এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘চাওয়া বলতে বোর্ড তো চাইবে সে (সাকিব) খেলুক। সে ওয়ান অব দ্যা ফাইনেস্ট অলরাউন্ডার তো আমরা তো চাইবো যেন খেলুক। গুগলি, দুসরা সেটা আপনারা বিবেচনা করবেন। আমরা তার ইচ্ছাটা জানতে চাইবো।’
দ্রুতই কেন্দ্রীয় চুক্তি ও নির্বাচক প্যানেল ঘোষণা
এই মাসেই জাতীয় দলের ক্রিকেটারদের চূড়ান্ত চুক্তি ঘোষণা করবে বিসিবি। সেই কারণেই ক্রিকেটারদের মতামত জানানোর সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে কোনো ক্রিকেটার যদি বিশেষ কোন ফরম্যাটে খেলতে না চায় তা আগেই জানানোর সুযোগ রেখেছে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘পিক অ্যান্ড চুজ না, এমনও হতে পারে কারো কিছু সমস্যা থাকতে পারে। তিন ফরম্যাটে দিলেও কেউ যদি মনে করে এই ফরম্যাটে খেলতে চাচ্ছি বা কিছু ম্যাচ হয়ত তার মিস হবে। সবাই ম্যাচ খেলবে কিনা এরকম বাইন্ডিংয়ের মধ্যে বলি না কিন্তু কেউ বলতে পারে হয়ত টেস্ট ম্যাচ এতগুলো আছে এর মধ্যে এতগুলো খেলতে চাই। তো সেই ভাবে আমরা পুরাটা বেসিসটাকে কনসিডার করবো।’
ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ছাড়াও জাতীয় দলের নির্বাচক প্যানেলও নতুন করে ঘোষণা করবে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘নির্বাচকদের চুক্তির মেয়াদ বাড়ছে না বলি নাই। আগে জাতীয় নির্বাচক কমিটি নিশ্চিত করি এরপর চুক্তির মেয়াদ বাড়াবো। মার্চ মাসের মধ্যেই আমরা এগুলো নিশ্চিত করে ফেলবো। মার্চ মাসের মধ্যে নির্বাচক কমিটি, কোচরা যারা আছে তাদের ব্যাপারে জানতে পারবেন। সেন্ট্রাল কন্ট্রাক্টও দুইদিনের মধ্যে জানতে পারবেন।
আপনার মতামত দিন
সূত্র: আমাদের সময়.কম