রাশিয়ার কামান হামলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকাতে কমপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এপি।
সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভিটস্কি বলেছেন, হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে।
জাইভিটস্কি টেলিগ্রামে একটি পোস্টে জানিয়েছেন, অনেক লোক মারা গেছে। বর্তমানে ৭০ জন মৃত ইউক্রেনীয় সৈন্যের জন্য শেষকৃত্যের ব্যবস্থা করা হচ্ছে।
তবে শত্রুও তার প্রাপ্য ফল ভোগ করেছে। শহরে অসংখ্য রাশিয়ান সৈন্যের মরদেহ পড়ে রয়েছে। সেগুলো রেড ক্রসকে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান দিমিত্রো জাইভিটস্কি।
সূত্র: আমাদের সময়.কম