২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব)। জীবন বীমা কর্পোরেশনে যোগদানের পূর্বে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়-এর অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়-এ দায়িত্ব পালনের পূর্বে তিনি ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি-এর নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব), সিভিল এ্যাভিয়েশন কর্তৃপক্ষে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জনপ্রশাসন, পরিকল্পনা এবং শিক্ষামন্ত্রণালয়-এ কর্মরত ছিলেন মো. সাইফুল ইসলাম। তিনি উপজেলা নির্বাহী অফিসার এবং ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ ও পেশাগত কাজে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
ওই সময়ে তিনি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (DESCO), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WZPDCO) এবং বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. সাইফুল ইসলাম ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে এম.এসসি ডিগ্রি এবং ২০০০ সালে নোরাড ফেলোশিপ প্রোগ্রামের আওতায় নরওয়ে থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন।
মো. সাইফুল ইসলাম ২০১৩ সালের ৬ নভেম্বর হতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। তিনি বিউবো’র সচিব পদে আড়াই বছর, সদস্য (অর্থ) পদে ছয় মাস এবং সদস্য (প্রশাসন) পদে চার বছরের অধিক সময় দায়িত্ব পালন করেছেন । বিউবো’তে যোগদানের আগে তিনি নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. সাইফুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৯ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি চাকরিজীবনে বিসিএস কর্মকর্তাদের জন্য আয়োজিত বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে ১ম স্থান অধিকার করে রেক্টর পদক এবং আইন ও প্রশাসনকোর্সে ১ম স্থান অধিকার করে বিশেষ পদক অর্জন করেন। তিনি প্রশিক্ষণ ও পেশাগত কাজে এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
সুত্র: আমাদের সময়.কম