বিশ্বজমিন (৪৫ মিনিট আগে) মার্চ ৫, ২০২২, শনিবার, ১:১১ অপরাহ্ন
ইউক্রেনের দুটি শহর থেকে বেসামরিক নাগরিকদের বের হয়ে যাওয়ার সুযোগ দিয়েছে রাশিয়া। এরফলে সাময়িকভাবে ইউক্রেনের দুই শহর মারিউপোল ও ভলনোভাখায় আক্রমণ বন্ধ রাখবে দেশটি। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় থেকে শনিবার সাময়িক এই যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়। মস্কো সময় সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ খবর দিয়েছে বিবিসি।
বিবৃতিতে বলা হয়, শহর দুটিতে থাকা বেসামরিক মানুষদের বেড়িয়ে যাওয়ার জন্য ‘রেজিম অব কোয়াইটনেস’ কার্যকর করা হবে। তবে এখনো ইউক্রেনের পক্ষ থেকে পাল্টা হামলা না চালানোর কোনো নিশ্চয়তা এখনো দেয়া হয়নি। যদিও মারিউপোলের মেয়র ভাদিম বইচেঙ্কোই প্রথম আহবান জানিয়ে বলেছিলেন যাতে বেসামরিক নাগরিকদের শহর ত্যাগের সুযোগ দেয়া হয়। ওই শহর দুটি ঘিরে রেখেছে রাশিয়ার বাহিনী।
গত এক সপ্তাহ ধরে লাগাতার হামলা চলছে। তবে এবার বেসামরিকদের নিরাপদে শহর ত্যাগের সুযোগ দিতে সম্মত হলো রাশিয়াও।
সূত্র: মানবজমিন