বিশ্বজমিন (১৩ ঘন্টা আগে) এপ্রিল ৪, ২০২২, সোমবার, ৮:৪৭ অপরাহ্ন
জীবনযাত্রার ব্যয় ক্রমশ বাড়ছে। বৃটেনে এ মাসেই সরকারিভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জনগণের পকেটের ওপরও চাপ বাড়বে। বাড়ছে খাদ্য ও পেট্রোলের দাম। এমন অবস্থায় অনলাইন প্রতিষ্ঠান আসদা’য় কেনাকাটা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন এক মা। হতাশার কথা তিনি শেয়ার করেছেন মামসনেটে। এতে তিনি বলেছেন, আসদা’র বেকারি সেকশনে দাম কমিয়ে দেয়া হয়েছে এটা দেখে তিনি তাতে ঢুঁ মারেন। বাচ্চাদের আনন্দ দেয়ার জন্য কিছু একটা কেনার সিদ্ধান্ত নেন।
কিন্তু সেটা কিনতে গিয়ে তার খাদ্যের বাজেটে ৫৫ পেন্সের ঘাটতি হবে কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলেন না। তিনি বলেছেন, তিন বছর আগে আর্থিকভাবে স্বচ্ছল ছিল তার পরিবার। কিন্তু এখন দু’সপ্তাহের জন্য তারা ৩০ পাউন্ডের কেনাকাটা করতে গিয়েই হিমশিম খাচ্ছেন। তিনি পোস্টে লিখেছেন, আমার জন্য বেঁচে থাকার খরচ অনেক বেড়ে গেছে। প্রকৃতপক্ষে আসদা’য় আমি কেঁদেছি। অন্যসব খরচ সহ দু’সপ্তাহের জন্য আমার কাছে অর্থ ছিল মাত্র ৩০ পাউন্ড। কিন্তু বাচ্চাদের জন্য কিছু কিনলে আমার বাজেট থেকে ৫৫ পেন্স ঘাটতি পড়বে বলে মনে হলো। বিশ্বাস হচ্ছে না আমি এই অবস্থায় বেঁচে আছি। এখন আমাকে ফ্রি স্কুল মিলের ওপর নির্ভর করতে হচ্ছে।
তার এই পোস্ট দেয়ার পর অন্য অনেক মা-ও একই রকম অভিজ্ঞতার কথা বলেছেন। একজন লিখেছেন, এ এক ভয়াবহতা। আমিও একই অবস্থায় আছি। আরেকজন লিখেছেন, আজ আমার অর্থ শেষ। গাড়িতে পেট্রোল ভরার টাকা নেই। আমি ভীষণভাবে হতাশাগ্রস্ত।
সূত্র: আমাদের সময়.কম