ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে রবিবার ২-২ গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল।
আক্রমণের পসরা সাজানো ম্যাচে রহিম স্টার্লিং ম্যানসিটিকে পাঁচ মিনিটে এগিয়ে দিতে পারতেন। কিন্তু আলিসন খুব কাছ থেকে তা প্রতিহত করেন। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ডি ব্রুইনা ফ্যাবিনিয়োকে কাটিয়ে দূর পাল্লার শট নেন লক্ষ্যে, কিন্তু জোয়েল মাতিপের গায়ে লেগে জালে জড়ায়। তবে ম্যাচের ১৩ মিনিটে ডিওগো জোতা সমতা ফেরায়।
সিটি অবশ্য কিছুক্ষণ পর এগিয়ে যায়। ৩৭ মিনিটে জেসুস চতুরতার সঙ্গে অনসাইডে থেকে হোয়াও কানসেলোর ক্রসে গোল করেন। বিরতির ঠিক আগে জোতা লিভারপুলকে সমতায় ফেরাতে পারতেন। কিন্তু আইমারিক লাপোর্তে চমৎকারভাবে তাকে রুখে দেন।
বিরতি থেকে ফিরেই লিভারপুল গোল পেয়ে যায়। মোহামেদ সালাহর বানিয়ে দেওয়া বলে মানে উঁচু কোনাকুনি শটে ২-২ করেন।
আগামী রবিবার এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে দুই জায়ান্ট।
সূত্র: বিডি প্রতিদিন