আবারও প্রথম বলে আউট বিরাট কোহলী। এবারের আইপিএলেই তিনবার এমন কাণ্ড ঘটল। ২০০৮ সাল থেকে ২০২১ পর্যন্ত ১৪ বারের আইপিএলে তিনবার প্রথম বলে আউট হয়েছিলেন বিরাট। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় ‘গোল্ডেন ডাক’। এবারের আইপিএলেই সেই সংখ্যা ছুঁলেন তিনি। খবর আনন্দবাজার অনলাইনের।
রোববার জগদীশ সুচিথের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন বিরাট। এবারের আইপিএলে প্রথমবার কোনও বাঁহাতি স্পিনারের বলে আউট হলেন তিনি। এতদিন ডানহাতি, বাঁহাতি পেসার বা ডানহাতি স্পিনাররা বিরাটের উইকেট নিচ্ছিলেন। রোববার এক বাঁহাতি স্পিনারের বলেও ব্যর্থ হলেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক।
এবারের আইপিএলে ব্যাটিংয়ের দিকে বেশি নজর দেবেন বলে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট। কিন্তু এবারের আইপিএলে ১২টি ম্যাচ খেলে বিরাটের সংগ্রহ মাত্র ২১৬ রান। গড় ১৯.৬৪। মাত্র একটি অর্ধশতরান করেছেন। ভারতের হয়েও ব্যাট হাতে ছন্দে নেই তিনি। সব ধরনের বোলারই বিপদে ফেলছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটারকে।
২০০৮ সাল থেকে আইপিএলে বিরাটের সংগ্রহ ৬ হাজার ৪৯৯ রান। রোববার এক রান করলে তিনিই হতেন প্রথম ক্রিকেটার যার আইপিএলে ৬ হাজার ৫০০ রান রয়েছে। কিন্তু রোববার সেই সংখ্যা ছুঁতে পারলেন না তিনি। সুচিথের বল লেগ স্টাম্পে ছিল, সেই বল মিড উইকেটের দিকে খেলতে দিয়ে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিলেন বিরাট।
এবারের আইপিএলে খারাপ ছন্দ থাকলেও এ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান রয়েছে বিরাটেরই। একটি আইপিএলে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটাও বিরাটের দখলে। ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন তিনি।
সূত্র: আমাদের সময়.কম