ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি বাঙলা কলেজের অর্থনীতি বিভাগে ৭ বিষয়ে পরীক্ষা দিয়েও ফলাফল আসছে ৬ বিষয়ের। শিক্ষার্থীরা জানান, অর্থনীতি বিভাগের ৭ বিষয়ের মধ্যে সোসাইটি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ ( বিষয় কোড: ২২২১১৫) বিষয়ের ফলাফল আসেনি। তবে অন্য ৬ বিষয়ের ফলাফল আসছে।
বুধবার (১৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক অনার্স ২য় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০১৮-১৯) প্রকাশিত ফলাফলে এ অসংগতি দেখা যায়।
বাঙলা কলেজের শিক্ষার্থী কামরুল ইসলাম জানান, পরীক্ষা হয়েছে ৭ বিষয়ের ওপর, কিন্তু বাঙলা কলেজের অনেক শিক্ষার্থীর ফলাফলে আসছে ৬ বিষয়। ৭ বিষয়ে পরীক্ষা দেওয়ার পরও ঢাবির এমন গাফলতির শিকার সবসময় আমাদের কেনো হতে হবে? প্রায়ই এরকম ভুলের কারণে বারবার ঢাবিতে যেতে হয়। ফলে হয়রানি হতে হয় আমাদের।
সুহানা শারমিন নামের আরেক শিক্ষার্থী বলেন, রেজাল্ট দেখতে গিয়ে যখন দেখলাম ৬ বিষয়ের রেজাল্ট আসছে, তখন চিন্তায় পড়ে গিয়েছি। পরবর্তীতে বিষয়টি বিভাগ বরাবর জানাই।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বাহার চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।
সাত কলেজ সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, বিষয়টি আমাদের এখনও কেউ জানায়নি। আগামীকাল বিষয়টি জেনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি বাঙলা কলেজের অর্থনীতি’র বিভাগীয় প্রধান অধ্যাপক মিটুল চৌধুরী বলেন, বিষয়টি আমাকে একজন শিক্ষার্থী জানিয়েছে। আমি আগামীকাল অধ্যক্ষ বরাবর বিষয়টি জানাবো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাবেন।