প্রথম টেস্টে ব্যাটিং করতে নেমে ক্রাম্পের শিকার না হলে হয়তো তামিম ইকবালই হতেন টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়া প্রথম ব্যাটার। কিন্তু সেই কাজটা আগে করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে তামিম ইকবালের সামনে এই মাইলফলক ছোঁয়ার হাতছানি। এ জন্য তার প্রয়োজন আর মাত্র ১৯ রান।
সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এ ম্যাচেই তামিম পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বলে আশা করা যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামার আগে পাঁচ হাজার রান করতে তামিমের দরকার ছিল ১৫২ রান। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রান করেন তামিম। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পায়নি বাংলাদেশ।
২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল তামিমের। ৬৬ ম্যাচে ১২৬ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরিতে তার রান এখন ৪৯৮১। ব্যাটিং গড় ৪০.১৬। ব্যক্তিগত সর্বোচ্চ রান ২০৬। ২০১৫ সালে খুলনার আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে পাঁচ হাজার রান স্পর্শ করেন মুশফিকুর রহিম। ম্যাচটিতে তিনি ১০৫ রানের ইনিংস খেলেছিলেন।