শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের দুই ওপেনার। নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয়বারের মতো এমন ঘটনার সাক্ষী হলো টাইগাররা। প্রত্যেকবারই জড়িয়ে আছে তামিম ইকবালের নাম।
২০১০ সালে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ‘ডাক’ মারেন বাংলাদেশের হয়ে ওপেন করতে নামা তামিম ও ইমরুল কায়েস। চার বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটে। সেবার তামিমের সঙ্গী ছিলেন শামসুর রহমান।
নবম বাংলাদেশি হিসেবে টেস্টে অন্তত ১০ বার ডাক মেরেছেন তামিম। এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে মোহাম্মদ আশরাফুল। তিনি শূন্য মেরেছেন ১৬টি। আশরাফুলের পরে রয়েছেন যথাক্রমে মাশরাফি বিন মুতর্জা (১২), মুশফিকুর রহীম (১২), খালেদ মাসুদ পাইলট (১১), মাহমুদুল্লাহ রিয়াদ (১১), মুমিনুল হক (১১), মঞ্জুরুল ইসলাম (১০) এবং শাহাদাত হোসেন রাজীব। তবে বাংলাদেশের ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি ‘ডাক’ তামিমেরই।
সূত্র: মানবজমিন