রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ৬৫ লাখের বেশি মানুষ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের সবশেষ তথ্য থেকে এমনটা জানা গেছে।
এছাড়াও দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছে ৮০ লাখের বেশি মানুষ। যা যুদ্ধ পূর্ববর্তী ইউক্রেনের জনসংখ্যার পাঁচ ভাগের একভাগের সমান।
আগেই জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ভবিষ্যত বাণী করেছিল যে, রাশিয়ার ইউক্রেন অভিযানের ঘটনায় ৮৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
সূত্র: সিএনএন