ঢাকা টেস্টের শুরুটা যেমন হয়েছিল তাতে হয়তো কেউ ভাবেনি তিনশ’র ওপর রান করবে বাংলাদেশ। মাত্র ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। তার মধ্যে তিন ব্যাটার রানের খাতা না খুলেই ফেরেন সাজঘরে।
এরপরেই মুশফিকুর রহিম-লিটন দাসের জুটিতে প্রথম দিন শেষ করে ফেলে বাংলাদেশ। দুজনের জুটি শেষ পর্যন্ত রেকর্ড জুটিতে রূপ নেয় শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগে ২০১৩ সালে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৬৭ রানের জুটি গড়েন মুশফিক ও মোহাম্মদ আশরাফুল।
গতকাল ২৭৭ রানে প্রথম দিন শেষ করার পর আজ দ্বিতীয় দিনে আরও ১৯ রান যোগ করেন দুজন। মুশফিক-লিটনের জুটি থামে ২৭২ রানে। এই জুটি শুধু লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি নয়, সব মিলের বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি।
লিটন আজ দিনের প্রথম ঘণ্টায় সাজঘরে ফেরেন ১৪১ রান করে। লিটনের ফেরার তিন বল পরেই উইকেট রক্ষক নিরশন ডিকভেলার হাতে শূন্য রানে ক্যাচ দেন প্রায় ৩২ মাস পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত।
এরপর তাইজুল ইসলামকে নিয়ে আরও ৪৯ রানের জুটি বাঁধেন মুশফিক। প্রথম দিনে শতক হাঁকানো মুশফিক আজ পেরিয়ে যান দেড়শ রান। যা দেশের পক্ষে সর্বোচ্চ ৫ বার (৯ সেঞ্চুরি) দেড়শ পার করা ইনিংস।
শেষ উইকেট জুটিতে মুশফিকের অপেক্ষা দেড়শকে দুইশ রানে রূপ দেয়া। মধ্যাহ্ন বিরতির আগে শেষ ব্যাটার এবাদত হোসেনকে নিয়ে চালিয়ে যাচ্ছেন লড়াই। শেষ উইকেট পতনের আশায় প্রথম সেশনে আরও আধঘণ্টা সময় বাড়িয়ে দিলেও এবাদত-মুশফিক মিলে পার করে দেন সেই সময়ও। এই জুটিতে ১২ রান এসেছে ৩৬ বলে।
মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ সংগ্রহ করেছে ৯ উইকেটে ৩৬১ রান। মুশফিকুর রহিম ১৭১ ও এবাদত অপরাজিত রয়েছেন ০ রানে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত লঙ্কান দুই পেসার কাসুন রাজিথা (৫) ও আসিথা ফার্নান্দো (৪) তুলে নিয়েছেন সবকটি উইকেট।
সূত্র: আরটিভি