ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে একটি ১০ তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন। এখনও ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছে ৮০ জনের বেশি মানুষ।
সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এতে আরও ২৭ জন আহত হয়েছে।
ধসে পড়া ভবনটি আবাদানের ব্যস্ত সড়কের পাশে অবস্থিত। সেখানে প্রচুর বাণিজ্যিক ভবন, হাসপাতাল ও বিভিন্ন দপ্তর রয়েছে। বেশ কয়েকটি গাড়িও এই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ছে বলে জানা গেছে।
তাই হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
তবে এখনও এই ভবন ধসের কোনও কারণ জানায়নি ইরানি কর্তৃপক্ষ। তবে ভবনটির মালিক ও প্রকল্প ম্যানেজারকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: এপি