কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে চেষ্টার কমতি ছিল না রিয়াল মাদ্রিদের। দফায় দফায় অর্থ প্রস্তাব দিয়েও লস ব্লাঙ্কোরা গলাতে পারেনি পিএসজির মন; বরং ফ্রি এজেন্ট এমবাপ্পেকে নতুন চুক্তিতে আবদ্ধ করেছে লা প্যারিসিয়ানরা। এমবাপ্পেকে ভেড়াতে না পারলেও রিয়ালের খেলায় পড়বে না কোনো খাদ। এমনটাই মনে করেন দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
ইতোমধ্যেই ৩৫তম স্প্যানিশ লা লিগা শিরোপা উঠেছে রিয়াল মাদ্রিদের শোকেজে। ১৪তম চ্যাম্পিয়নস লীগ শিরোপা জেতার লড়াইয়ে রয়েছে লস ব্লাঙ্কোরা। কাসেমিরোর মতে, সমৃদ্ধ রিয়াল মাদ্রিদ এমবাপ্পের অভাব বোধ করছে না। তিনি বলেন, ‘এটা কেমন ক্লাব তা এর ইতিহাসই বলে দেয়। খেলোয়াড়রা এসে শুধু নির্দিষ্ট একটা সময়কে সমৃদ্ধ করে দিয়ে যায়। যেমন আলফ্রেডো ডি স্টেফানো, ক্রিস্টিয়ানো রোনালদো। তারা না থাকলেও এই ক্লাব জয়ের ধারা বজায় রেখেছে।’
কাসেমিরো বলেন, ‘এমবাপ্পেকে না পেয়ে স্বাভাবিকভাবে সমর্থকরা কষ্ট পেয়েছে
কিন্তু এই ক্লাব শুধু জয়ের জন্যই মাঠে নামে।’
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর উভয় লেগেই এমবাপ্পে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেছেন। কাসেমিরো বলেন, ‘সে একজন অসাধারাণ খেলোয়াড়। উভয় ম্যাচেই সে আমাদের কাজটা কঠিন করে তুলেছিল।’
কাসেমিরোর মতে, এমবাপ্পের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো উচিত। তিনি বলেন, ‘তার সিদ্ধান্তে আমাদের শ্রদ্ধা থাকতে হবে। আমাদের বুঝতে হবে পরিবারের সঙ্গে আলোচনা করেই এমবাপ্পে এই সিদ্ধান্ত নিয়েছে। রিয়াল মাদ্রিদ না আসার কারণে আমরা তাকে নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তার ভবিষ্যত জীবনের জন্য শুভ কামনা। তবে সেটা অবশ্যই রিয়াল মাদ্রিদের বিপক্ষে নয়। আশা করি, এমবাপ্পে যেখানে আছে ভালোই আছে।’
রিয়াল কোচ কার্লো আনচেলত্তির ভাবনায়ও নেই এমবাপ্পে। তিনি বলেন, ‘আমরা যা চিন্তা করছি সেটা আমাদের সামনে স্পষ্ট। অন্য ক্লাবের খেলোয়াড়দের নিয়ে আমরা কখনই কথা বলি না। তাদের সকলের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। অন্য ক্লাবের সিদ্ধান্তকেও আমরা শ্রদ্ধা করি। আমাদের নিজেদের কাজ করতে হবে। আমাদের ভাবনায় এখন শুধুই ফাইনাল।’
আগামী ২৮শে মে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
সূত্র: মানবজমিন