আজাদি মার্চে অংশ নিতে লাহোর থেকে যাতে কোনো র্যালি রাজধানী ইসলামাবাদে প্রবেশ করতে না পারে সেজন্য পাকিস্তানের সাবেক জ্বালানি বিষয়ক মন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)-এর সিনিয়র নেতা হাম্মাদ আজহারকে গ্রেপ্তারের চেষ্টা করেছে। কিন্তু দলীয় নেতাকর্মী তাতে বাধা দেয়ায় বিফল হয়েছে পুলিশি চেষ্টা। তবে পুলিশ পিটিআইয়ের ডিস্ট্রিক্ট সভাপতি আলি আসজাদ মালহি ও দলীয় অন্য নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে শিয়ালকোট থেকে। তারা কাঁদানে গ্যাস ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। টুইটারে হাম্মাদ আজহার লিখেছেন, কালা শাহ কাকু এলাকার কাছে আমাদের র্যালিতে ভারি শেল নিক্ষেপ করা হয়েছে। কিন্তু এই বাধা আমরা ইনশাল্লাহ অতিক্রম করবো। তিনি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা ব্যর্থ হয়েছে পুলিশের। তবে তারা নেতাকর্মীদের নির্যাতন করেছে। শত শত শেল নিক্ষেপ করা হয়েছে বলে তার অভিযোগ।
সূত্রঃ মানবজমিন