বাগেরহাটে শরণখোলায় আচমকা ঝড়ে একটি চাম্বল গাছ ভেঙে পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর ই আলম ছিদ্দিকীর গাড়ির ওপর।
শনিবার (২৮ মে) দুপুরে শরণখোলা রাজৈর গ্রামের একটি পুড়ে যাওয়া ঘর দেখে ফেরার পথে কাশেমুল উলুম কওমী মাদরাসা এলাকায় পৌঁছালে গাড়ির ওপর গাছটি পড়ে।
এ সময় গাড়িতে শরণখোলার ইউএনও নুর ই আলম সিদ্দিকী, দু’জন আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের একজন স্টাফ ছিলেন। গাছ পড়ায় গাড়ির ব্যাপক ক্ষতি হলেও অক্ষত রয়েছেন গাড়ির ভেতরে থাকা সবাই। ইউএনওকে বহনকারী গাড়িটি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) ছিল।
এদিকে, শুক্রবার বিকেল ও শনিবার দুপুরের ঝড়ে উপজেলার বেশকিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং অসংখ্য গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে।
ইউএনও নুর ই আলম সিদ্দিকী বলেন, রাজৈর থেকে ফিরছিলাম। আমাদের গাড়ি কাশেমুল উলুম কওমী মাদরাসা এলাকায় আসলে একটি চাম্বল গাছ গাড়ির ওপর ভেঙে পড়ে। গাড়ির ক্ষতি হলেও আমাদের শরীরে আঘাত লাগেনি।
তিনি আরও বলেন, দু’দিনের কালবৈশাখী ঝড়ে শরণখোলা উপজেলার বেশকিছু বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।
সূত্র: বাংলানিউজ২৪