দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এই সময়ে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৯ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন।
সাজা থেকে বাঁচতে ৩৫ বছর আত্মগোপনে ছিলেন তিনিসাজা থেকে বাঁচতে ৩৫ বছর আত্মগোপনে ছিলেন তিনি
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।